বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭

মনোহরগঞ্জে ধানের শীষের গণসংযোগে 

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫  


সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে 
                         -------মোঃ আবুল কালাম 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম দলীয় (বিএনপির) মনোনয়ন প্রাপ্তিতে গণসংযোগ ও পথসভা করেন।

 

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় নিজ গ্রাম পাশাপুরে বাবার কবরের পাশে ফাতেহা পাঠ শেষে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন। ঐদিন তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। বিকেল ৪টা থেকে মনোহরগঞ্জ উপজেলার খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার, লক্ষনপুর, বাইশগাঁও,  হাসনাবাদ, ঝলম দক্ষিণ ও ঝলম উত্তর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। 

 

এসময় মোঃ আবুল কালাম বলেন, আমি আপনাদের সন্তান। দীর্ঘ ২৭ বছর থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে কাজ করে আসছি। লোভ-লালসার উর্দ্ধে উঠে সকল সময় রাজনীতি করেছি। রাজনীতি করতে গিয়ে বহুবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত হয়েও বিএনপির রাজনীতি থেকে দূরে সরে যাইনি।

 

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের পক্ষ থেকে আমাকে আমানত হিসাবে যে মনোনয়ন দিয়েছেন আমি যেন আপনাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিজয়ের মাধ্যমে তা রক্ষা করতে পারি।

 

তিনি বলেন, আমি আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি ইনশাআল্লাহ আমি বিজয় হতে পারলে আমার দ্বারা কোন মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার সর্বস্থরের মানুষের কল্যাণে কাজ করে যাবো।লাকসামকে জেলা ও মনোহরগঞ্জকে মডেল উপজেলায় পরিণত করতে কাজ করতে বদ্ধ পরিকর।

 

দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে তিনি বলেন, লাকসাম-মনোহরগঞ্জ আসন থেকে আমিসহ কয়েকজন দলের মনোনয়ন চেয়েছিলাম, দল যেহেতু আমাকে মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের সকলের সহযোগিতা ও সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানকে বিজয় করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দিতে হবে। 

 

এসময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সহ-সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, অধ্যাপক আলী মর্তুজা, এস এম মুনসুর, মোহাম্মদ আলী চেয়ারম্যান, আব্দুল মুনাফ চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরো খবর